|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ছোট কাঁশর ভূঁইয়া পেপার মিলে কাজ করার সময় রোলার মেশিনে পিষ্ট হয়ে মেহেদী হাসান(১৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার ১১ই জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মেহেদী হাসান ভূঁইয়া পেপার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ভোরে কাজ করার সময় অসাবধানবশত কনবেয়ার বেল মেশিনে উঠে গেলে পিষ্ট হয়ে মারা যায়। নিহত শ্রমিক পাড়াগাঁও নবদিগন্ত হাই স্কুলে নবম শ্রেণির ছাত্র।
নিহতের মা হামিদা খাতুন বিলাপ করতে করতে বলেন, তার ছেলে ১০পারা হাফেজ ও এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে নতুন বই নিয়েছে।
ভুঁইয়া পেপার মিলের এডমিন ম্যানেজার আ. রহিম জানান, ভোর দিকে পেপার কাটিং নেবার সময় নিহত মেহেদীর লাশ দেখতে পেয়ে ভালুকা মডেল থানায় খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
নিহত মেহেদী হাসান উপজেলার হবিরবাড়ি পাড়াগাঁও গুচ্চগ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার শরীর রুলারের পেছিয়ে ঘটনা স্থলেই নিহত হয়। ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।