দ্রুত পি আইসি গঠন ও ফসলরক্ষা বাঁধ চান সুনামগঞ্জের মানুষ

সুনামগঞ্জে দ্রুত ফসল রক্ষাবাঁধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে দ্রুত ফসল রক্ষাবাঁধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

শনিবার বেলা ১১ টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহা চৌধুরী শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি, রমেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।

বক্তারা বলেন, ২০১৭ সালে দূর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। এবছরও ১৭ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি দেখছেন স্থানীয়রা। সময় পেরিয়ে যাচ্ছে কিন্ত বাঁধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে না। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। আজ থেকে হাওরের প্রত্যেক বাধে কাজ শুরু করতে হবে। ১৫ই ডিসেম্বর থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে বাধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ বাধের কাজ শুরু হয়নি। এখন পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষন নয়।

উল্লেখ্য, জেলার ১১ টি উপজেলায় সংগঠনের সদস্যরা একযোগে এ কর্মসুচি পালন করেছে।

সংবাদ সারাদিন