কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারে আটক ১

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের রেনুর ছড়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, কক্সবাজার ||

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের রেনুর ছড়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার ৯ই জানুয়ারি সকাল ৯ টায় সদর এসপি সার্কেল মামুনের নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। নম্বরছাড়া একটি সিএনজি করে এসব ইয়াবা নেওয়ার সময়ে পুলিশ একজনকে আটক করেছে। আটক ইয়াবা ব্যবসায়ী বান্দরবানের রুমা উপজেলার আবদুল হাফেজের পুত্র হাফেজ আহমদ (৩৫)।

ইয়াবা নিয়ে সিএনজিটি নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে ঈদগাহ যাচ্ছিল। ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে বলে জেলা সদর এস পি সার্কেল মামুন(ডিবি) জানান।

সংবাদ সারাদিন