ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার দুই বছর কারাদণ্ড

ধারালো অস্ত্রের আঘাতে হত্যার চেষ্টা মামলায় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে দুই বছর সশ্রম কারাদণ্ড সেই সাথে ২০ হাজার

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

ধারালো অস্ত্রের আঘাতে হত্যার চেষ্টা মামলায় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে দুই বছর সশ্রম কারাদণ্ড সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের এডিশনাল পিপি সোয়েব হোসেন মামুন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১ মে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চৌমুহনী রাস্তার মাথা এলাকায় বাড়ি যাবার পথে মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে সাত জন মিলে কবির বাকলাইর পথরোধ করে এবং তাকে মারধর করে। এক পর্যায়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন ধারালো চাপাতির আঘাতে তাকে হত্যার চেষ্টা করে।

এ ঘটনায় কবির বাকলাই বাদি হয়ে সাত জনের নামে ভোলা থানায় (জিআর ৩৩৬/১৩ নম্বর) মামলা করেন। স্বাক্ষ প্রামণ গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে ৩২৪ ধারায় মামলার প্রধান আসামী মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। অপর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রামণ না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।

বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট সোয়েবুর রহমান মামুন এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গির আলম, এ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত।

 

সংবাদ সারাদিন