বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল  দৌলতপুর সীমান্ত থেকে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহা জামাল(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী

|| সারাবেলা প্রতিনিধি, বেনাপোল ||

যশোরের বেনাপোল  দৌলতপুর সীমান্ত থেকে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহা জামাল(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মৃত ইবাদত মন্ডলের ছেলে।

বুধবার ৩০শে ডিসেম্বর তার নিজ বাড়ি থেকে ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে পোর্ট থানা পুলিশ।

এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর সীমান্তের বটতলা নামক স্থানে ধৃত আসামীর নিজ বাড়ি থেকে ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। আটক আসামীকে মাদক সহ আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

 

সংবাদ সারাদিন