হবিগঞ্জ শহরে টমটম চুরির নাটক সাজিয়ে এক যুবকে পেটালো দুর্বৃত্তরা

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় টমটম গাড়ির চুরির নাটক সাজিয়ে এক টমটমচালককে হাত-পাঁ বেঁধে নির্মমভাবে পেটালো উমেদনগর এলাকর কিছু প্রভাবশালি দূর্বৃত্ত।

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় টমটম গাড়ির চুরির নাটক সাজিয়ে এক টমটমচালককে হাত-পাঁ বেঁধে নির্মমভাবে পেটালো উমেদনগর এলাকর কিছু প্রভাবশালি দূর্বৃত্ত। টমটমচালকের নাম শোয়েব মিয়া। বুধবার ৩০শে ডিসেম্বর বেলা ১২ টার দিকে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

উমেদনগর আলগা বাড়ি এলাকায় কুতুব মিয়া বাসায় ভাড়া থাকেন এই নিরীহ টমটম গাড়িচালক শোয়েব মিয়া, বানিয়াচং উপজেলার গুনুই গ্রামের বাসিন্দা মো. নুচন মিয়ার ছেলে।

জীবিকা নির্বাহের জন্য মা,ভাই, বোন নিয়ে শহরে একটি ভাড়া বাসায় থেকে টমটম চালাতো সে, উমেদনগরের সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে তাকে বলে জানান তার মা।

প্রতিদিনের মতো যাত্রী পরিবহন করতে শহরের উমেদনগর এলাকার ওয়াহিদ মিয়ার গাড়ি ভাড়া নিয়ে বেরিয়ে আসছেন শোয়েব মিয়া, হঠাৎ  চৌধুরী বাজার জামে মসজিদ এর পাশ থেকে আহত শোয়েবকে ডেকে নিয়ে আসে চৌধুরী বাজার  এলাকার টমটম স্ট্যান্ডের সিরিয়াল নেন ফরিদ মিয়া।

এক পর্যায়ে তাকে ডেকে নিয়ে  রীতিমতো টমটম চোর বানিয়ে, জন সম্মুখে কিবরিয়া ব্রিজেরে কাছে শুভ এন্টারপ্রাইজ নামে উমেদনগর এলাকার এক প্রভাবশালী হান্নান মিয়ার অফিসের।

সেই প্রভাবশালী হান্নান মিয়ার অফিসের পিছনে নিয়ে হাত, পা, বেঁধে তার নির্দেশে এলোপাতাড়ি আঘাত করেন দুর্বৃত্তরা, এক পর্যায়ে প্রান ভিক্ষা নিয়ে কোন রখমে তাদের কবল থেকে উদ্ধার হয়ে আসেন টমটম চালক শোয়েব মিয়া। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় শোয়েব মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আহত শোয়েব মিয়া জানান, আমাকে টমটম চোর বানিয়ে হাত পা বেঁধে নির্মম ভাবে মারধোর করে হান্নান মিয়া, ফরিদ মিয়া, আছকিরসহ বেশ কয়েকজন। হান্নান আমাকে  বলে, আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।

সংবাদ সারাদিন