|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম রেল পথের নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় নাঙ্গলকোট রেল স্টেশনের উত্তর পাশে ২নং কলেজ গেইট সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
নাঙ্গলকোট রেলষ্টেশন মাষ্টার এসএম মাহবুব হাছান জানান, ৭৮৭ সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলের সকল বিভাগে জানানো হচ্ছে। লাকসাম রেলওয়ে থানা পুলিশকেও বিষয়টি অবহিত করছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।