অনিয়মের অভিযোগে সড়ক মেরামতকাজ বন্ধ করে দিয়েছে জনগণ

লক্ষীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ-চৌরাস্তা সড়ক মেরামতে বিস্তর অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে এই নির্মাণ কাজ বন্ধ দেওয়া হয়।

|| রবিউল ইসলাম খান, লক্ষীপুর থেকে ||

লক্ষীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ-চৌরাস্তা সড়ক মেরামতে বিস্তর অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে এই নির্মাণ কাজ বন্ধ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. হাসান, খুরশিদ আলম, মো. রাজু, আরিফ হোসেনসহ অনেকেই জানান, সম্প্রতি চৌরাস্তা বাজার থেকে ভবাণীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১ কি: মি: সড়কটি মেরামতের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডি ঠিকাদারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করছে।

মান্দারী এলাকার ঠিকাদার আবদুর করিম এই সড়কটি মেরামত করার দায়িত্ব পান। কিন্তু তিনি সিডিউল মোতাবেক কাজ না করেই নিম্নমানের ইট, বালু, পাথরসহ অন্যান্য উপকরণ দিয়ে কাজ শুরু করলে স্থানীয় লোকজন বাধা দেয়।

স্থানীয়দের অভিযোগ তাদের কথার গুরুত্ব না দিয়েই ঠিকাদারের লোকজন নিম্নমানের উপকরণ দিয়ে কাজ শুরু করলে শনিবার সকালে এলাকার লোকজন কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে ভবাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার মন্তাজ হোসেন বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করলে স্থানীয় লোকজনসহ আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই। পরে ঠিকাদার আবদুর করিমের সাথে যোগাযোগ করে বিষয়টি তাকে জানিয়েছি।

এ ব্যাপারে সদর উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলম বলেন, যতটুকু জানি ৬০ লাখ টাকা ব্যয়ের এই সড়ক মেরামতের কাজটি পেয়েছে ঠিকাদার আবদুল করিম। তবে গত কিছুদিন আগে আমি লক্ষীপুর সদর থেকে বদলি হয়ে মুন্সিগঞ্জে চলে এসেছি।

পরে বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ফখরুল  ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে বিষয়টি বলেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

অভিযোগের ব্যাপারে শনিবার বিকেলে ঠিকাদার আবদুল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনিয়মের কারণে এলাকাবাসী নয় আমি নিজেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি। আমি যার কাছ থেকে কণা ক্রয় করেছি তিনি আমাকে নিম্নমাণের কণা দেওয়ার কারণে আমি কাজ বন্ধ রেখেছি। কাজটি মানসম্মত করার জন্য আমি প্রস্তুত আছি।

সংবাদ সারাদিন