ধামরাই পৌর নির্বাচনে ভোট কেনার সময়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের জেল

ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর প্রার্থীর সমর্থক টাকা বিলি করার সময় সুদিপ্ত মিত্র (২১) নামে এক যুবকে পাঁচ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত ।

|| সারাবেলা  প্রতিনিধি, সাভার ||

ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে  কাউন্সিলর প্রার্থীর সমর্থক টাকা বিলি করার সময় সুদিপ্ত মিত্র (২১) নামে এক যুবকে পাঁচ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) রাতে ধামরাই ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া মহল্লায় ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ দিনের জেন দেন ।
সুদিপ্ত মিত্র ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাকির হোসেন চৌধুরীর কর্মী।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম বলেন, ‘নির্বাচন কমিশনের রিকোজিশন মোতাবেক ধামরাই পৌর নির্বাচনে আচরণ বিধিমালা প্রতিপালনে জেলা   প্রশাসন থেকে ১৪ দিনের জন্য তাকে নিযুক্ত করেছেন  । সেই দ্বায়িত্বের নিয়মিত টহলে তিনি জানতে পারেন  ধামরাইয়ে ৫ নং ওয়ার্ডে সুদিপ্ত মিত্র নামের এক যুবক অথের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। সেই সাথে সুদিপ্ত মিত্র অর্থ দিয়ে শাড়ি কিনে দেওয়ার বিনিময়ে একজনকে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছে। সেই ভোটার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান ওই নির্বাহী কর্মকর্তা। ‘

 

সংবাদ সারাদিন