গোপালগঞ্জে অবৈধ ৩টি ইট ভাটা বন্ধ করেছে ভ্রাম্যামাণ আদালত

গোপালগঞ্জে তিনটি ইট-ভাটায় অভিযান চালিয়ে জরিমানাসহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

|| সারাবেলা প্রতিনিধি, গোপালগঞ্জ ||

গোপালগঞ্জে তিনটি ইট-ভাটায় অভিযান চালিয়ে জরিমানাসহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার চরতালা গ্রাম এলাকায় বিভিন্ন ইট-ভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন।

এসময় গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান সহ পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে এসব ইট-ভাটার চিমনী, কিলন ও ইট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। বাজেয়াপ্ত করা হয় জ্বালানী কাঠসহ ভাটার বিভিন্ন মালামাল। উপযুক্ত লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এতে মেসার্স এমএসবিআই ব্রিকস্রে মালিক সোহানুর রহমানকে ১ লাখ ৯০ হাজার টাকা, মেসার্স এসকেবি ব্রিকস্রের মালিক মোঃ নাসির সরদারকে ১ লাখ টাকা এবং মেসার্স আরআরবি ব্রিকস্রের মালিক রাসেল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন জানিয়েছেন, এসব ইট-ভাটায় প্রয়োজনীয় লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তাছাড়া জ্বালানী কাঠ দিয়ে ইট পুড়িয়ে এসব ইটভাটা পরিবেশের চরম ক্ষতি করছে। উপযুক্ত লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সংবাদ সারাদিন