সাভারে জাল সার্টিফিকেট বানিয়ে চক্রের সদস্য গ্রেফতার

সাভারে অভিযান চালিয়ে ঢাকা শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫টি জাল সার্টিফিকেট তৈরি করে এমন একটি চক্রের খোঁজ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

সাভারে অভিযান চালিয়ে ঢাকা শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫টি জাল সার্টিফিকেট তৈরি করে এমন একটি চক্রের খোঁজ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এসময়ে চক্রের সদস্য রিয়াদ হোসেন ওরফে মিঠুকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে পাওয়া গেছে ৫টি জাল সার্টিফিকেট।
শুক্রবার ১১ই ডিসেম্বর দুপুরে র‌্যাব-৪ ,সিপিসি-২ এর উপ-পরিচালক ও কম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার ১০ই ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত অন্ধসুপার মার্কেটের দ্বীতিয় তলায় কম্পিউটার পয়েন্ট অ্যান্ড ভ্যারাইটিজে অভিযান চালায় তারাা । এসময় সেখানে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।

এবিষয়ে র‌্যাব-৪ ,সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পনি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, ওই মার্কেট থেকে ৫ টি জাল সার্টিফিকেট ও তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার,প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়েছে । গ্রেফতার মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন