সিনেস্কোপে দেখা যাবে “বিশ্বসুন্দরি”

জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ শুক্রবার ১১ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

|| আনন্দ সারাবেলা প্রতিবেদক ||

জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ শুক্রবার ১১ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

দেশব্যাপী ২৫টি প্রেক্ষাগৃহের সাথে অন্তর্গত নারায়ণগঞ্জের সিনেমা হল “সিনেস্কোপে” সিনেমা হলেও মুক্তি পাবে চলচ্চিত্রটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের বিউটি কুইন পরীমনি ও সিয়াম আহমেদ।

সিনেস্কোপের বক্স অফিস ম্যানেজার আবু ইউসুফ সংবাদ সারাবেলাকে জানান, ” “বিশ্বসুন্দরি” সিনেমাটি দেশের অন্যান্য সিনেমা হলের সাথে একযোগে মুক্তি পাচ্ছে নারায়ণগঞ্জের সিনেস্কোপেও। চলচ্চিত্রটি নিয়ে নারায়ণগঞ্জের দর্শকদের অনেক রেস্পন্স পাচ্ছি। অনেকেই অগ্রিম টিকেট বুকিং দিচ্ছেন সিনেমাটি দেখার জন্য।

তিনি জানান, করোনায় মানুষের সুরক্ষার কথা চিন্তা করে সীমিত আকারে  বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না।আমরা মানুষের জীবনের নিরাপত্তাকে আগে প্রাধান্য দিচ্ছি”

চলচ্চিত্রটির সবকাজ করোনার আগেই শেষ হয়েছিল। তবে মহামারী করোনার কারণে দীর্ঘদিন পিছিয়ে যায় সিনেমাটির মুক্তির দিন। তবে অপেক্ষার পালা শেষ করে ১১ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে “বিশ্বসুন্দরি”।

জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। পরী মণি ও সিয়ামসহ আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর মতো বড় মাপের অভিনেতারা অভিনয় করেছেন এ সিনেমায়। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্ত প্রমুখ।

জানা গেছে, ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মু্ক্তি পাচ্ছে পরী-সিয়াম জুটির এই সিনেমা। এই সিনেমাটির মাধ্যমেই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স ফের চালু হচ্ছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন