সামাজিক দুরত্ব না মেনেই মিছিলে মুখরিত জয়পুরহাট আ.লীগের সম্মেলন

দীর্ঘ ৬ বছর পর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। নতুন কমিটি গঠনের জন্য শহরে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ভরে গেছে।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

দীর্ঘ ৬ বছর পর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। নতুন কমিটি গঠনের জন্য শহরে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ভরে গেছে।

সকাল থেকে সামাজিক দুরত্ব না মেনেই দলে দলে বিভিন্ন এলাকা হতে হাজার হাজার আ।।লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মিছিলের মাধ্যমে সম্মেলন স্থল জয়পুরহাট স্টেডিয়ামে উপস্থিত হচ্ছেন।

সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্ভোধক বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রধান বক্তা যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন হুইপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আ’লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপি।

২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্র থেকে নির্বাচিত করে ঘোষণা দিতে পারেন নেতারা অথবা কাউন্সিলরদের ভোটের মাধ্যমেও নির্বাচিত হতে পারে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন