রোকেয়া দিবসে সংবর্ধিত হলেন সারাদেশের জয়িতারা

"কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের সংগ্রামী নারী তথা জয়িতাদের সম্মাননা জানানো হয়।

|| বার্তা সারাবেলা ||

বাংলার নারী অধিকার সংরক্ষণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিনে সম্মাননা জানানো হলো সারাদেশের জয়িতাদের। “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের সংগ্রামী নারী তথা জয়িতাদের সম্মাননা জানানো হয়। সংবাদ সারাবেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন।

সিরাজগঞ্জের চৌহালীতে সংবর্ধিত ৪ জয়িতা

ছবি: সংবাদ সারাবেলা

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ৪টি ক্যাটাগরিতে ৪ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে মহিলা বিষয়ক অফিসার শামিম জাহিদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তামান্না হক প্রমূখ। এসময় বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং দিবসের বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন বক্তারা।
লক্ষীপুরে ৫ জয়িতাকে সম্মাননা

ছবি: সংবাদ সারাবেলা

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি”প্রতিপাদ্য নিয়ে বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শত বাধা পেরিয়ে সমাজ সেবায় অবদান রাখায় ল²ীপুরে ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা সমাজ সেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী।

৫ জয়িতার মধ্যে অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য রামগঞ্জ উপজেলার শাহীনুর বেগম, সফল জননী নারী হিসেবে সদর উপজেলার রৌশন আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কমলনগর উপজেলার নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যমে জীবন শুরু করা রায়পুর উপজেলার শিমু আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন করায় রামগতি উপজেলার সংযুক্তা রানী দাশকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান তুলে দেন অতিথিবৃন্দ।

মধুপুরে জয়িতারা সংবর্ধিত

টাঙ্গাইলের মধুপুরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান রাসেদ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ৫ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। জয়িতারা হলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সালমা আফরোজ, অর্থনৈতিক ক্ষেত্রে ছায়া রানী সুত্র ধর, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করিয়ে নারী শিরিন, সমাজ উন্নয়নে পারভীন আক্তার, এবং সাহেরা বেগম জেলা পর্যায়ে সফল জননী হিসেবে বিশেষ ভাবে সংবর্ধিত হন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, নারীরা কোন কাজেই আর পিছিয়ে নেই। সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে তৃনমুল পর্যায়ে নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা বিভিন্ন উন্নয়ন মুলক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন যার প্রতিফলন আজকের এই জয়তী অনুষ্ঠান।

গোপালগঞ্জে পাঁচ জয়িতা সংবর্ধিত

ছবি: সংবাদ সারাবেলা

গোপালগঞ্জের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা জয়িতাদের হাতে সংবর্ধনা-ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কাশিয়ানী উপজেলার রুবিয়া আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুকসুদপুর উপজেলার পুষ্প মন্ডল, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সদর উপজেলার নাসিমা আক্তার রুবেল, সফল জননী হিসেবে কোটালীপাড়ার নার্গিস বেগম এবং নির্যাতণ-বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরুর জন্য টুঙ্গিপাড়ার লাইলী বেগম।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নীহার আদনান তাইয়ান ও মহিলা-বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন। মহিলা-বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন জানিয়েছেন, জয়িতা অন্বেষণ বাংলাদেশ ২০২০ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরীতে মোট ২৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। এরমধ্য থেকে প্রত্যেক উপজেলা থেকে একজন করে জেলার শ্রেষ্ঠ এই পাঁচ জয়িতাকে নির্বাচন করা হয়েছে। জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ে এবং সবশেষে গ্রান্ড-ফাইনালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে নির্বাচন করা হবে।

ফেনীতে বেগম রোকেয়া দিবস পালিত

ছবি: সংবাদ সারাবেলা

নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক ও উপমহাদেশের মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা শাখার উদ্যোগে বুধবার ৯ই ডিসেম্বর সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা শাখার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।

সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আবদুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য আঞ্জুমান আরা গিয়াস খুকু,সংস্থার নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, ট্রেড প্রশিক্ষক মর্জিনা আক্তার প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রোগ্রামার (কম্পিউটার) নুর আলম খান, পোল্ট্রি প্রশিক্ষক জসিম উদ্দিন সহ সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বেগম রোকেয়ার জীবনী ও কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বেগম রোকেয়ার আর্দশে উজ্জীবিত হয়ে নারীরা যেন বর্তমান সরকারের গৃহিত নারী উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী ও নিজেকে সমাজের একজন দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান। পাশাপাশি বক্তারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য, সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার উপর বক্তব্য দেন।

ঈশ্বরদীর জয়িতা পদক জয়ী ৫ নারী

ছবি: সংবাদ সারাবেলা

আর্ন্তজাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বরদীর ৫ নারী ‘জয়িতা’ পদক পেয়েছেন। বুধবার ৯ই ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদের মিলনায়তনে ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর গ্রামের আফরোজা বেগম, বড়ইচারা গ্রামের রুমা খাতুন, মাজদিয়া নতুনপাড়া গ্রামের দোলেনা খাতুন, চররূপপুর গ্রামের রেবেকা পারভীন ও চরসাহাপুর গ্রামের রেহেনা খাতুনের হাতে ‘জয়িতা’ পুরস্কার তুলে দেয়া হয়েছে।

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পাড়ি’ এই  স্লোগানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও জয়িতা পদকপ্রাপ্ত আফরোজা বেগম। সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন