মুন্সীগঞ্জে সাংবাদিক মারধরের প্রতিবাদে সংবাদকর্মীদের

বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা ও মারধরের প্রতিবাদ এবং বিচার দাবীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সংবাদকর্মীরা। 

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলা ও মারধরের প্রতিবাদ এবং বিচার দাবীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সংবাদকর্মীরা। মঙ্গলবার ৮ই ডিসেম্বর বেলা ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় সংবাদকর্মীরা সাংবাদিক নয়নের ওপর সন্ত্রাসী হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে কঠোর শাস্তির দাবী জানান।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকার নেতৃত্বে মানববন্ধন কর্মসূর্চিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, মঞ্জুর মোর্শেদ, শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবীব লাবনী, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সেতু ইসলাম, এনটিভির মঈনউদ্দিন আহম্মেদ সুমন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন গণমাধ্যমে জেলায় কর্মরত সংবাদকর্মিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন