আইন বাতিলেই দিল্লি ছাড়বেন কৃষকরা বুধবার ফের বৈঠক

ভারতে কেন্দ্রীয় কৃষি সংস্কার আইন বাতিল দাবিতে রাজধানী দিল্লি চলো কর্মসূচি থেকে সহসাই সরে আসছে না কৃষকরা। দেশটির বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন এই বাতিল করলেই তারা ফিরে যাবেন।

|| বার্তা সারাবেলা/রয়টার্স ||

ভারতে কেন্দ্রীয় কৃষি সংস্কার আইন বাতিল দাবিতে রাজধানী দিল্লি চলো কর্মসূচি থেকে সহসাই সরে আসছে না কৃষকরা। দেশটির বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন এই বাতিল করলেই তারা ফিরে যাবেন। এদিকে শনিবার দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের বৈঠকে কোনো ফল না হওয়ায় বুধবার দুই পক্ষ আবারো কৃষক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সংশ্লিষ্টদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ছবি : সংগৃহিত

বিতর্কিত কৃষি সংস্কার আইনগুলো বাতিল দাবিতে ভারতের হাজার হাজার কৃষক বেশ কয়েকদিন ধরেই রাজধানী নয়া দিল্লির প্রান্তে অবস্থান নিয়ে আছেন। তারা মহাসড়কে যান চলাচলও বন্ধ করে দিয়েছেন। কৃষকরা বলছেন, ভারতীয় জনতা পার্টি -বিজেপি নেতৃত্বাধীন সরকারের করা কৃষি সংস্কার আইনগুলো তাদের জীবন-জীবিকাকে হুমকিতে ঠেলে দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অবশ্য বলছে, মান্ধাতার আমলের বিপণন পদ্ধতি সংস্কার করার লক্ষ্যেই নতুন এ আইনগুলো করা হয়েছে। এসব আইনের ফলে কৃষকরা তাদের ফসল বিক্রির ক্ষেত্রে আগের চেয়ে বেশি বিকল্প উপায় পাবেন। তবে কৃষক প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন, “সরকারকে আইনগুলো বাতিল করতে হবে।

ছবি : সংগৃহিত

শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠক শেষে বলেছেন জ্যেষ্ঠ কৃষক নেতা জগজিৎ সিং দেলওয়াল। বুধবার দুই পক্ষের মধ্যে ফের বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মোদী সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। ভারতের কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেসব দাবিদাওয়া উত্থাপিত হয়েছে তা বিবেচনা ও খতিয়ে দেখতে আগ্রহী, বলেছেন তিনি।

দিল্লির উপকণ্ঠে প্রতিবাদ কর্মসূচিতে আসা কৃষকদের বেশিরভাগই ভারতের শস্য উৎপাদক দুই রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের বাসিন্দা। তাদের এ আন্দোলন কৃষি খাত সংস্কারে মোদীর সক্ষমতার পরীক্ষা নিচ্ছে বলে মন্তব্য করেছে রয়টার্স।

ছবি : সংগৃহিত

ভারতের ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রায় ১৫ শতাংশই কৃষির উপর নির্ভরশীল; দেশটির ১৩০ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট। কৃষকদের আশঙ্কা, নতুন এ কৃষি সংস্কার আইনগুলো ভারতের নিয়ন্ত্রিত বাজারব্যবস্থাকে ভেঙে দেবে এবং সরকারও ধীরে ধীরে নির্ধারিত মূল্যে গম ও ধান কেনা বন্ধ করে দেবে; যার ফলশ্রুতিতে তাদেরকে ফসল বেচতে বেসরকারি ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে।

আইনগুলো এভাবে জীবন-জীবিকাকে অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দেবে দাবি করে ভারতের কৃষকরা আইনগুলো বাতিল, ফসল কিনতে সরকারের বাধ্যবাধকতা বহালসহ আরও বেশ কিছু দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন