ঢাবিতে অনুষ্ঠিত হলো মৌলবাদবিরুদ্ধ প্রতিবাদী সন্ধ্যা

নিজেদের রাজনীতি সুসংহত করতে যারা সততার পথ ছেড়ে শঠতার আশ্রয় নেয়, এ দেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্মের অপব্যাখা শোনায় সেই অসৎ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বরাবরই সোচ্চার।

|| সারাবেলা প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ||

ধর্মব্যবসায়ী ও মৌলবাদের বিরুদ্ধে মশাল জ্বালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রতিবাদী সন্ধ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু’র সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শনিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে প্রতিবাদী এই সন্ধ্যার আয়োজন করা হয়।

ছবি: সংবাদ সারাবেলা

সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশের ধর্মভিত্তিক সংগঠন ও দলের একটি অংশের বিরোধিতার প্রতিবাদ জানানো হয় গান কবিতা ও বক্তৃতার মাধ্যমে। এর আগে প্রতিবাদী মশাল জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক তানভির হাসান সৈকত বলেন, নিজেদের রাজনীতি সুসংহত করতে যারা সততার পথ ছেড়ে শঠতার আশ্রয় নেয়, এ দেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্মের অপব্যাখা শোনায় সেই অসৎ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বরাবরই সোচ্চার।

ছুবি: সংবাদ সারাবেলা

মৌলবাদের বিরুদ্ধে এই বিপ্লবে আমরা মনে করি সবচেয়ে কার্যকরী হাতিয়ার হলো ‘সাংস্কৃতিক জাগরণ’। সাংস্কৃতিক চর্চার নিরবচ্ছিন্ন প্রবাহ যেদিন বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছবে সেদিন মৌলবাদের শেকড়ে পানি দেওয়ার মতো একটি লোকও থাকবে না।
তিনি আরো বলেন, এদেশের হাজার বছরের সংস্কৃতির সঙ্গে যেমন মিশে আছে পালা-পার্বন, লালন-ভাটিয়ালি, রবীন্দ্র-নজরুল তেমনি এদেশের সংস্কৃতির আষ্টেপৃষ্ঠে লেপ্টে আছে গান, কবিতা, চিত্রকর্ম, ভাষ্কর্যসহ শিল্পকলার নানা অনুষঙ্গ। এদেশের ইতিহাসের দেয়ালে দেয়ালে ছাপাঙ্কিত হয়ে আছে এক মহানায়কের ছবি, যার নাম শেখ মুজিবুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন