মাদকাসক্ত যুবকের দায়ের কোপে নারীর হাত দ্বি-খণ্ডিত

ফটিকছড়ির সুয়াবিলে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে ১০ জনকে আহত করেছে মাদকাসক্ত এক যুবক। গত বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে

|| সারাবেলা সংবাদদাতা, ফটিকছড়ি (চট্টগ্রাম) ||

ফটিকছড়ির সুয়াবিলে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে ১০ জনকে আহত করেছে মাদকাসক্ত এক যুবক। গত বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া সাহা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে এক নারীর বামহাতের কব্জি দ্বি-খণ্ডিত হওয়াসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। হামলাকারী যুবকের নাম রতন নাথ। সে ওই এলাকার ভোলা নাথের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহা পাড়া এলাকার মাদকাসক্ত যুবক রতন নাথ বুধবার সকালে এলাকার গ্রামীণ সড়কে এসে অতর্কিতভাবে পথচারীদের রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে এক নারীর হাতের কব্জি দ্বি-খন্ডিত হয়ে যায়।

এছাড়াও রামদা’র আঘাতে আরও ৯ ব্যক্তি গুরুতর জখম হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা রতনকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ এসে রতনকে আটক করে হাসপাতালে নিয়ে যায় এবং তার অতর্কিত হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন- উপজেলার উত্তর সুন্দরপুর গ্রামের বজল আহম্মদের পুত্র ইব্রাহিম (৫০), বারমাসিয়া গ্রামের মনমোহন নাথের পুত্র নারায়ণ নাথ (৬৫), একই গ্রামের যাত্রামোহন দাশের স্ত্রী শিবু রাণী দাশ(৬৫), নেপাল নাথের স্ত্রী শিল্পী রাণী দেবি(৩৮), বেপতি নাথের স্ত্রী নিলা নাথ (৬৫), দুলাল নাথের স্ত্রী গীতা দেবি(৭০), জালাল আহমদের ছেলে দিদার (৩০), বাদশাহ’র ছেলে রমজান (২৮), মিলনের ছেলে টিটু সাহা (৪৫), মুনাফের ছেলে জলিল (৪৭)। জখম গুরুতর হওয়ায় আহতদের সবাইকে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।

সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলাকারী রতন একজন মাদকসেবী। প্রায়ই সে মাদকসেবন করতো। জানতে পেরেছি এ ঘটনা ঘটনানোর সময়ও সে মাদকাসক্ত ছিল।

‘এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন