|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
বাগেরহাট পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্পের সিএসও সদস্যদের ও এজিওদের সমন্বয়ে ২দিনের পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চিংড়ি গবেশনা প্রশিক্ষন কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট ক্যাবের সভাপতি বাবুল সরদার।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ক্যাম্পেইন কোয়াডিনেটর তসলিম আহম্মেদ টংকার, ক্রেন প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন, এস বি সি সি স্পেশালিষ্ট ইলিয়াছ হোসেন, ওয়াস অফিসার প্রশান্ত চক্রবর্তী।
কর্মশালায় সমাপনি অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক মো: কামরুজ্জামান, সৈয়দ শওকত হোসেন, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, বাধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, সরোয়ার হোসেন, নাসিমা বেগম, বিপাশা রায়, কিশোর কিশোরী ফোরামের সভাপতি অঙ্গনা চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আহনাফ আদেল হায়দার অনিরুদ্ধ প্রমুখ।
কর্মশালায় পুষ্টির মানউন্নয়নের লক্ষ্যে জেলার ৪টি উপজেলার বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দসহ সিএসও সদস্যরা অংশ নেন।