ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

হেফাজতের ইসলামের নেতা মামুনুল হক ও বাবুনগরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি ও ষড়যন্ত করার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেন স্বেচ্ছাসেবক লীগ।

|| সারাবেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ ||

হেফাজতের ইসলামের নেতা মামুনুল হক ও বাবুনগরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি ও ষড়যন্ত করার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেন স্বেচ্ছাসেবক লীগ।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যান্যারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা সভাপতি এ্যাড. মিজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম ফায়জার রহমান কনক, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, পৌর আওয়ামীলীগের সদস্য ড. গোলাম রাব্বানীসহ অন্যান্যে নেতাকমীরা।

এই বক্তারা বলেন, হেফাজতে ইসলাম মহাসচিব বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি ও ষড়যন্ত্র করছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আর তাদের আইনের আওতায় না নিলে পরিবর্ততে কঠোর ব্যবস্থা গ্রহণে কথা বলেন তারা।

এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম ফায়জার রহমান কনক বলেন, জঙ্গিরাণী খালেদা জিয়া ও ছদ্মবেশী জামায়াত-বিএনপি’র অব্যাহত ষড়যন্ত্র, অপপ্রচার ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন