নড়াইলে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

নড়াইল-যশোর সড়কের ধলগ্রামে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের এনামুল শেখ (৩৫) নিহত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

নড়াইল-যশোর সড়কের ধলগ্রামে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের এনামুল শেখ (৩৫) নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নসিমনে থাকা এক কিশোরও আহত হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নড়াইলের বাড়িভাঙ্গা গ্রামের নবির শেখের ছেলে এনামুল বিভিন্ন তরকারিসহ কাচাঁমাল আনতে নসিমনযোগে নড়াইল থেকে যশোরে যাচ্ছিলেন। ধলগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি।

নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। এনামুল নড়াইলের বিভিন্ন বাজারে পাইকারি দরে কাঁচা বিক্রি করতেন। এ দুর্ঘটনায় নসিমন চালক জাহিদুর রহমান সুস্থ আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন