ময়মনসিংহে স্ত্রী হত্যায় পালিয়ে গেছে স্বামী

ময়মনসিংহ নগরীর জামতলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এক গৃহবধুকে। অভিযোগ স্বামীই খুন করেছে স্ত্রীকে। খুনের কথা জানাজানি হবার পর থেকেই স্বামী ফুয়াদ হোসেন পালিয়ে রয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

ময়মনসিংহ নগরীর জামতলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এক গৃহবধুকে। অভিযোগ স্বামীই খুন করেছে স্ত্রীকে। খুনের কথা জানাজানি হবার পর থেকেই স্বামী ফুয়াদ হোসেন পালিয়ে রয়েছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সাথে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার (২৫) বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। ধারনা করা হচ্ছে এরই জেরে ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখতে পারে। মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার শ্বশুড় বাড়ির লোকজন পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা ফারুক হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ তাদেরকে মোবাইল ফোনে কল করে জানায় মুনা অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়ে। তিনি আরো বলেন, শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময়েই যৌতুকের জন্য মুনাকে মারপিট করতো। সংসার টেকানোর জন্য জায়গা বিক্রি করে ফুয়াদকে টাকাও দেয়া হয়েছে। কিন্তু ফুয়াদ স্ত্রীকে মেরে গলায় রসি লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবে তা ভাবনার বাইরে ছিল তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন