হবিগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের বিরুদ্ধে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভ

হবিগঞ্জ শহরে শায়েস্তাগঞ্জ থেকে মশাজান পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের বিরুদ্ধে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভ। কাজের ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বৃহস্পতিবার ২৬শে নভেম্বর মানববন্ধন করেছে পইল ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

হবিগঞ্জ শহরে শায়েস্তাগঞ্জ থেকে মশাজান পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের বিরুদ্ধে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভ। কাজের ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বৃহস্পতিবার ২৬শে নভেম্বর মানববন্ধন করেছে পইল ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার রাস্তার দুই পাশে গাইড ওয়াল এবং মাটি ভরাট না করে কাজ শুরু করায় এলাকাবাসীর ক্ষোভ বিক্ষোভ নিয়ে ইতোমধ্যেই সংবাদ সারাবেলাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে খবরও প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পইল ইউনিয়নে সামনে অনুষ্ঠিত মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। তারা বলেন, দীর্ঘ ৩০ বছর পর এই রাস্তার কাজ শুরু হয়েছে। কোন ভাবেই এই রাস্তায় দুর্নীতি করতে দেয়া যাবে না।

হবিগঞ্জ জেলা এ ল জি ই ডি অফিস থেকে আট কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সাত কিলোমিটারের এই রাস্তার কাজ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ফজলুর রহমান এন্ড লিওন এন্টারপ্রাইজ। এদিকে সংবাদপত্রে খবর প্রকাশ ও এলাকাবাসীর ক্ষোভ-বিক্ষোভের মুখে কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদার। রাস্তার কাজও বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে এ জি ই ডি নির্বাহী প্রকৌশলী বাছির আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে কথা হয় সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, “আমি বিষয়টি শুনেছি এই কাজটি সাধারণত বিশ্ব ব্যাংকের। তারা ভিজিট করবে কাজ শেষে। কোন গাফিলতি পেলে আমারও চাকরি থাকবে না।”

আবারও কথা হয় সেই ঠিকাদার রাডার দুলালের সাথে এ বিষয়ে তিনি জানান আমরা রাস্তার কাজ ঠিকভাবেই করেছি যদি কোন সমস্যা তাহলে সেটা ইঞ্জিনিয়ার দেখবে বলে ফোন কেটে দেন তিনি। এ বিষয়ে পৈল ইউনিয়নে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে গেলে তারও ব্যবহৃত নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন