নারায়ণগঞ্জে তিন ডায়াগনষ্টিক ও ক্লিনিক সিলগালা

নারায়ণগঞ্জ শহরে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি ডায়াগনষ্টিক ও ক্লিনিকের লাইসেন্স না থাকায় সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ওই ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জ শহরে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি ডায়াগনষ্টিক ও ক্লিনিকের লাইসেন্স না থাকায় সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ওই ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত আরাফা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরীর খানপুর সম্রাট জেনারেল হাসপাতাল, আশশিফা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল, এবং ডনচেম্বার সড়কের সাথে সোহেল জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত আরা বলেন, আমরা যে সকল প্রতিষ্ঠানকে সিলগালা করেছি তাদের কোন ধরনের ট্রেড লাইসেন্স নাই। ক্লিনিকগুলোতে নিয়মিত ডাক্তার উপস্থিত থাকে না বলে আমরা অভিযোগ পেয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ পারভেজ চৌধূরী বলেন, এই ধরনের ক্লিনিক গুলোতে প্রতারণা করে রোগীদের নিয়ে আসে। তারা রোগীদের এই বলে আশ্বাস দেয় যে তাদের ওই খানে ভালো ডাক্তার আছে, এবং লাইসেন্স নিয়ে বৈধ ভাবে ব্যাবসা পরিচালনা করছে। কিন্তু আমরা এসে দেখি এখানে নিয়মিত ডাক্তার বসে না। একই সাথে তাদের লাইসেন্স নাই। ঔষধ মজুদ রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে এজনকে আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঞ্জুরা মোশারফ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. আনোয়ার সহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন