বাস পোড়ানো মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন

বাস পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতাকর্মীকে আগাম  জামিন দিয়েছেন হাইকোর্ট।
|| সারাবেলা প্রতিবেদন ||
বাস পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতাকর্মীকে আগাম  জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মী উপস্থিত হন।
পরে আদালতে এ বিষয়ে শুনানি করা হলে আগাম জামিন দেওয়া হয় নেতাকর্মীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন