চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুদকের অভিযানে ১ জনের কারাদন্ড

|| সারাবেলা প্রতিনিধি , চুয়াডাঙ্গা ||

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় জুয়েল রানা নামে এক ঔষুধ প্রতারককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাজা প্রদান করা হয়।

রোববার সন্ধ্যার ওই অভিযানটি পরিচালনা করেন দুদক কুষ্টিয়া সার্কেল অফিসের একটি টিম। সাজা প্রাপ্ত ওই আসামী বেলগাছি মুসলিম পাড়ার আশু স্বর্ণকারের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, দুদকের হট লাইনের নাম্বারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নানা অনিয়মের তথ্য দিলে দুদকের একটি দল অভিযান চালায় হাসপাতালটিতে। অভিযানের সময় হাসপাতালের নথিপত্র, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি তালিকা, রান্না ঘর, প্যাথলজি, ওষুধের কক্ষসহ হাসাপাতেলর বিভিন্ন দিকে অভিযান চালানো হয়। এতে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের ওজন কম থাকার অনিয়মের চিত্র পান দূর্নীতি দমন কমিশন (দুদক)। ১শ’ গ্রাম ওজনের মাছের পিস দেওয়ার কতা থাকলেও দেওয়া হচ্ছে ৮০ গ্রাম ওজনের মাছ।

এসময় সরকারি ওষুধ অসাধু উপায়ে সংগ্রহের সময় জুয়েল রানা নামের এক যুবককে আটক করেন দুদকের ওই টিমটি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬৬০/২৯১ ধারায় তাকে একমাসের কারাদন্ড দেন আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।

মাছের পিছে ওজনে কম থাকার বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক শামীম কবিরকে রোগীদের জন্য সঠিকভাবে খবার পরিবেশনের জন্য নির্দেশনা দেন দুদক।

এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক হোসেন ও উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, হটলাইনে তথ্য পেয়ে হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে অভিযান চালানো হয়। এসময় সরকারি ওষুধ নামে বেনামে সংগ্রহ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়। এছাড়া রান্না ঘরে খাবারের ওজন কম দেয়ার চিত্র পাওয়া যায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন