ধামরাইয়ে নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পরে বাঁশঝাড় থেকে শুকুর আলী(৫৭) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ । নিহত শুকুর আলী উপজেলার বাঁইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের রুস্তম আলীর ছেলে ।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পরে বাঁশঝাড় থেকে শুকুর আলী(৫৭) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ । নিহত শুকুর আলী উপজেলার বাঁইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের রুস্তম আলীর ছেলে ।

রোববার (২৫ অক্টোবর ) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে । এর আগে সকালে উপজেলার বাঁইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহতের স্বজনরা জানায়,শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শুরুর আলী এলাকার পাশের একটি পুকুরে মাছ ধরতে বের হয় । এরপরে রাত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধান করেন ।পরে সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন বাঁশঝাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে রয়েছে ।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে । নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন