এবার খুন হলেন জনসংহতি লারমা গ্রুপের একজন

রাত আটটার দিকে সাউ মারমা নতুন পাড়ার একটি বিহারের পাশে হাঁটছিলেন । এ সময় ৪-৫ জন এসে তাকে গুলি করে চলে যায় । ঘটনাস্থলেই সাউ মারা যান। দুর্বৃত্তদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

মাত্র সাতদিনের ব্যবধানে খুন হলেন জনসংহতির আরেক সদস্য। নিহত সাউ মারমা জনসংহতি সমিতি জেএসএসের এমএন লারমা গ্রুপের সদস্য। নিহত সাউ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। বৃহস্পতিবার ১৫ই অক্টোবর রাত ৮টার দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় এ ঘটনা ঘটে ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনির হোসেন জানান, রাত আটটার দিকে সাউ মারমা নতুন পাড়ার একটি বিহারের পাশে হাঁটছিলেন । এ সময় ৪-৫ জন এসে তাকে গুলি করে চলে যায় । ঘটনাস্থলেই সাউ মারা যান। দুর্বৃত্তদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এরআগে গেলো ১০ই অক্টোবর পল্লী চিকিৎসক বাচমং মার্মাকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। নিহত বাচমং জেএসএস’র (সন্তু লারমা) গ্রুপের সমর্থক ছিলেন । বছরের শুরুতে ২২শে ফেব্রুয়ারি জামছড়ি মুখ পাড়ায় বা চ নু মারমা সহ দুজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন