|| সারাবেলা প্রতিবেদন ||
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিলা জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীদআহ্ পরিপালনদ শীর্ষক ওয়েবিনার ১০ই অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরীদআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব এ আলমের সভাপতিত্বে ওয়েবিনারে আরো যারা বক্তৃতা করেন তারা হলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং মো. শামসুদ্দোহা।
ব্যাংকের কুমিলা জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশ নেন।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি।