থানচির রেমাক্রি খালে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

গত সাত বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটন স্পট নাফাখুমে পড়ে গিয়ে নিহত হয়েছে অন্তত ১০ পর্যটক, আহত হয়েছে দুই শতাধিক

|| সারাবেলা প্রতিনিধি, বান্দরবান ||

বান্দরবানের থানচির রেমাক্রি খালে পড়ে নিখোঁজ পর্যটক কাজী জাকারুল ইসলাম কাননের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অধিবাসী।

রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রী খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুর উদ্দিন আনোয়ার জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ১০ জনের একটি গ্রুপ থানচির নাফাখুমে বেড়াতে যান । এ সময় ওই দলের মধ্যে থাকা দুজন স্বামী-স্ত্রী রেমাক্রি খাল পার হওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়।

তিনি আরো জানান, এ সময় স্বামী স্ত্রীর চিৎকার আর্তনাদ শুনে উদ্ধারের জন্য দলের মধ্যে থাকা তিন সদস্য পানিতে ঝাঁপ দেয়। এ সময় স্বামী-স্ত্রী দুজনকে খাল থেকে উদ্ধার করতে পারলেও ঝাঁপ দেওয়া তিনজনের মধ্যে একজন পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন। রোববার সকালে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুল জানান, অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি’র সদস্যরা ।

প্রসঙ্গত, জেলার অন্য পর্যটন স্পটের মতো নাফাখুম ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর শীত মৌসুমে শত শত পর্যটক বেড়াতে আসে। তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা, পর্যটকদের জন্য পর্যটন স্পটে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিবছর হতাহতের ঘটনা ঘটছে। গত সাত বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটন স্পট নাফাখুমে পড়ে গিয়ে নিহত হয়েছে অন্তত ১০ পর্যটক, আহত হয়েছে দুই শতাধিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন