ফেনীতে খাদ্যপণ্য প্রস্তুতকারক তিন প্রতিষ্ঠানকে জরিমানা

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী||

বিএসটিআই অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, পঁচা ও বাসি খাদ্য, ক্ষতিকারক রঙ মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতকরণ এবং মোড়কে মিথ্যা তথ্য দেয়ায় ফেনীতে তিন প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। 

বুধবার শহরতলীর কালীপালে রসমেলা, যমুনা বেকারী ও মধুপুরের সনি আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে র‌্যাব।অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট  পলাশ কুমার বসু। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, র‌্যাব-৭ ফেনী প্রদত্ত তথ্যের ভিত্তিতে এবং এর অধীনে উল্লিখিত অনিয়ম ও অপরাধে রসমেলা ফুড প্রোডাক্টস লিঃ ও যমুনা বেকারী হতে চার জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযানেকালে ওই দুই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, তাদের উৎপাদিত পণ্যের কোনটিতেই ব্যাচ নম্বর, মার্ক এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। তাই ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর একাধিক ধারায় রসমেলা ফুড প্রোডক্টস এর মালিক হাসান আলীকে ১৩ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠান হতে সাইফুল, মিলন কান্তি, ফজলুল করিম নামে তিন ব্যক্তিকে আটক করা হয়।

একই অপরাধে যমুনা বেকারীর মালিক মোঃ সোহেলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি হতে বিভিন্ন ধরণের ৪,৫০০ কেজি বিস্কুট জব্দ ও ধ্বংস করা হয়েছে। কারখানাটি সিলগালা করে দেয়া হয়।সেখান থেকে মোঃ আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

এরপর সন্ধ্যায় সনি আইসক্রীম নামে অপর এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। কারখানায় ব্যবহৃত কাঁচামালের বৈধতা দেখাতে না পারায় ও বিএসটিআই অনুমোদন না থাকায় এবং নোংরা পরিবেশে উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলমকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদীসহ র‌্যাব-৭ সদস্যরা ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অমলিন্দ ভান্ডার উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন