|| সারাবেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) ||
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জিম্মি হওয়া এক ব্যবসায়ী উদ্ধারের জন্য জাতীয় সেবা ৯৯৯ নম্বরে উদ্ধারের জন্য সাহায্য চায়। পরে শ্রীপুর থানা পুলিশ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন তাদের তিন পুলিশ সদস্য।
উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কসাই রফিক মন্ডলের বাড়ির ভেতরে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন, এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল মিজানুর রহমান ও খোরশেদ আলম। হামলাকারী সন্দেহে পাঁচজনেক গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানা সূত্রে জানা যায়, রফিক মন্ডল ও তার ছেলে ইসমাইলের লোকজন জিম্মি করে রাখে রানী ও তার সঙ্গে আসা লোকজনকে। পরে পুলিশ আসার বিষয় টের পেয়ে ইসমাইল ও তার লোকজন মিলে লোহার রড ও লাঠি দিয়ে অভিযানে যাওয়া তিন পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা চালায়।
এসআই এর কাছে থাকা ১০ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও তার পিস্তল কেড়ে নেয় হামলাকারীরা। তবে রাতেই ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
নোয়াগাঁও গ্রামের রফিক মন্ডলের ছেলে ইসমাইলের সঙ্গে কুমিল্লার দেবিদ্বারের নবিয়াদ গ্রামে আয়াত আলীর ছেলে আবুল হোসেন রনী বিদেশে লোক পাঠানোর কথা বলার জন্য বৃহস্পতিবার রনীকে শ্রীপুর ডেকে আনে ইসমাইল।পরে ইসলাইল নিজ বাড়িতে তাকে জিম্মি করে রাখে। রনীর সাথে আসা মাসুদ বাইরে থেকে মারধরের বিষয়টি টের পেয়ে ৯৯৯ এ ফোন করলে, এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধারের জন্য অভিযানে যান। ইসমাইলদের বাড়িতে ঢোকা মাত্রই তাদের ওপর হামলা চালানো হয়।