রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ অধিনায়ক হাবিবুর রহমান

মুলাদীতে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো হাবিবুর রহমান হান্নান সিকদারকে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, মুলাদী (বরিশাল) ||

মুলাদীতে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো হাবিবুর রহমান হান্নান সিকদারকে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় মুলাদী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক শুভ্রা দাসের নেতৃত্বে গার্ড অব অনার দেবার মধ্য দিয়ে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হান্নান বুধবার দিবাগত রাত ৪টার দিকে তার নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিলো প্রায় ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

এই মুক্তি সেনানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শুকুর আহমেদ খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা জাপা সভাপতি মো হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন