|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
গ্রাহক পরিসেবার পরিসর বাড়াতে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে নিটল মটরস লিমিটেডের ডিলার দাদু মটরসের শোরুম উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক এমদাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শোরুমের উদ্বোধন করেন।
এসময় দাদু মটরস এর স্বত্বাধিকারী রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিটল মটরসের এরিয়া ম্যানেজার খন্দকার আবুল বাশার সুজন, স্থানীয় সৈয়দ সাব্বির আলী সবুজ, নিটল টাটার সিরাজগঞ্জের শাখা ব্যবস্থাপক খায়রুল হাসান মিশন, উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, নিটল-টাটা সারাদেশে পন্য সামগ্রী বিপনন ও পরিবহনে মানুষের আস্থার প্রতীক। তাই এর সেবা সর্বত্র ছড়িয়ে দিতে আপনাদের ঘরের কাছে সহজে সকল ধরনের গাড়ি বিক্রয়ের জন্য এই শোরুম চালু করা হয়েছে। আশা করছি, আর ঢাকা বা উত্তরবঙ্গের বড় শহরে নয় হাটিকুমরুলের এই শাখা থেকে সহজেই আপনার প্রয়োজন মেটাতে পারবেন।