|| সারাবেলা ডেস্ক ||
দেশের মানুষ ও মাটির সাথে মিশে কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করার অভিপ্রায়ে পথযাত্রার সংকলন ধারণ করে “কৃষক চক্ষু সেবা” কার্যক্রম শুরু করেছে সহায়তা সংগঠন “সেবা সমন্বয়”। যার ধারাবাহিকতায় সেবা সমন্বয় ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মানিকগঞ্জের চকমিরপুর ইউনিয়নের তিন শ’র বেশী কৃষক ও কৃষক পরিবারের সদস্যদের চোখের চিকিৎসা দেওয়া হয়েছে।
‘বাংলার কৃষকের মলিন চোখ, বাংলার মাটিতেই সজীব হোক’ প্রতিপাদ্য ধারণ করে বাংলার মাটির মানুষদের জন্য এই চোখের চিকিৎসাসেবা আয়োজনের যৌথতায় ছিল ডা. মইন আই কেয়ার নেটওয়ার্ক। আয়োজিত ‘কৃষক চক্ষু সেবা’ আয়োজনে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়।
এছাড়াও চক্ষু সেবার পরবর্তী ধাপের জন্য চোখে ছানি পড়া রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করে ছানি অপারেশনের জন্য রোগী চিহ্নিত করা হয়।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবাকে ব্রত করে অগ্রসরমান ব্যক্তি ও সংগঠনসমূহের কার্যক্রমের মধ্যে পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির একটি সাধারণ প্ল্যাটফর্ম সেবা সমন্বয়।
ন্যায়, সাম্য ও ভ্রাতৃত্ব – এই মূলমন্ত্র নিয়ে সেবা সমন্বয় জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশীয় বীজ ও কৃষিদ্রব্য সংরক্ষণ ও এর প্রসার, স্ব- কর্মসংস্থান সৃষ্টি ও এর বিকাশ, প্রাকৃতিক/সামাজিক দুর্যোগ ও তৎ পরবর্তী দুর্ভোগ মোকাবিলা এবং সুস্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদানের প্রয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
সংবাদসূত্র: বিজ্ঞপ্তি।