সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
জেলা পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় সদিয়াচাঁদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ হচ্ছে।
মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার দুপুরে বেতিল বাজারে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বহুল প্রতিক্ষিত ভবন তৈরীর কাজ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী ইফতেখার শামীম, সহকারী প্রকৌশলী অহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজুল আলম মাষ্টার, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান শিকদার, গাজী আব্দুস ছাত্তার খলিফা, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছা সেবক লীগ নেতা কামাল আহমেদ, শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার পৃথক এক অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বেলকুচির মুকন্দগাঁতীতে ২৫ লাখ টাকা ব্যয়ে যাত্রী ছাউনী নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।