জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

জামালপুরের নরুন্দিতে পার্সেলবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে এখনও তার নাম পরিচয় পায়নি রেলওয়ে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর   ||

জামালপুরের নরুন্দিতে পার্সেলবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে এখনও তার নাম পরিচয় পায়নি রেলওয়ে পুলিশ।  

সোমবার ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ রুটের নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  জামালপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী পার্সেলবাহী ট্রেনটি  বেলা ১১টা ২৭ মিনিটে নরুন্দি রেলস্টেশন ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ওই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তার ডান পা ও ডান হাত কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে গেছে। ট্রেন চলে যাওয়ার পর রেললাইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে জানান।

খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান,  ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে শার্ট ও লুঙ্গি রয়েছে। পুলিশের পিবিআই ইউনিটকে দিয়ে নিহতের আঙুলের ছাপ রাখা হবে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন