|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
বিকাশে টাকা পাঠালেই মিলছে চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক মিটার।গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুতের মিটার চুরি করে নেওয়ার পর বিকাশে টাকা দাবি করছে চোর। টাকা দিলেই ফেরত মিলছে মিটার।
গত এক মাসে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কম করে হলেও ডজনখানেক মিটার চুরি গেছে। চোরেরা মিটার চুরি করে তাদের মোবাইল নম্বর রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করে বিকাশে টাকা দিলেই মিটার ফেরৎ পাওয়া যায়।
এ ব্যাপারে পুলিশ বলছে, প্রযুক্তি ব্যবহার করে চোর ধরা হবে।
সাঘাটা উপজেলার গোরেরপাড়া গ্রামের এক ভুক্তভোগী বলেন, আমার মিটার হারানোর পরে মিটারের স্থানে রেখে যাওয়া মোবাইল নম্বরটিতে ফোন করলে ১০ হাজার টাকা দাবি করা হয়। বিষয়টি থানায় জানানোর পরও কোন প্রতিকার মেলেনি। পরে চোরের দেয়া বিকাশ নম্বরে ৮ হাজার টাকা দেয়ার পর মিটার ফেরত পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের এক ব্যক্তি বলেন, আমার মিটার চুরির পর থানায় জিডি করে কোন প্রতিকার পাইনি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও কোন ব্যবস্থা নেয়নি। চোরের সঙ্গে ৫০ বারের বেশি মোবাইলে কথা বলা হয়েছে। তারা টাকা ছাড়া মিটার দিতে রাজি হয়নি। পরে চোরের বিকাশ নম্বরে ৬ হাজার টাকা দেয়ার পর তাদের দেয়া ঠিকানা থেকে মিটার ফেরত পাই।
এ বিষয়ে গাইবান্ধা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার ছানাউল্লাহহ বলেন, মিটার চুরি হলে আমরা গ্রাহককে থানায় জিডি করতে বলি। জিডির কপি জমা দিলে আবারো তাদের মিটার দেয়া হয়। এক্ষেত্রে কিছুটা কম টাকা নেয়া হয়।