করোনায় মৃত কমে ৩২, ২১৩১ জন নতুন রোগী

শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত করা গেছে আরো ২ হাজার ১৩১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। আর নতুন মৃত ৩২ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০৬ জনে।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সরকারি তথ্যমতে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গেল চব্বিশ ঘন্টায় আরও ৩২ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৩১ জন। শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের দেওয়া সবশেষ তথ্য বলছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত করা গেছে আরো ২ হাজার ১৩১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। আর নতুন মৃত ৩২ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০৬ জনে।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ৬ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

তাদের মধ্যে ১৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

মৃতদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের এবং ৩ জন করে মোট ৬ জন সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ২০৬ জনের মধ্যে ৩ হাজার ৩০০ জনই পুরুষ এবং ৯০৬ জন নারী।

তাদের মধ্যে ২ হাজার ৭২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ১৫৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫৬৬ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৫৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১০০ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৬ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১৯ জনের বয়স ছিল ১০ বছরের কম।

মোট মৃতদের মধ্যে ২ হাজার ৩০ জন ঢাকা বিভাগের, ৯২০ জন চট্টগ্রাম বিভাগের, ২৭৯ জন রাজশাহী বিভাগের, ৩৪৮ জন খুলনা বিভাগের, ১৬৫ জন বরিশাল বিভাগের, ১৯১ জন সিলেট বিভাগের, ১৮৪ জন রংপুর বিভাগের এবং ৮৯ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

সুস্থতার পরিসংখ্যান জানাতে গিয়ে আইইডিসিআর বলছে, বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন আরও ২ হাজার ২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে এখন সুস্থসংখ্যা বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

বিশ্বপ্রেক্ষিতে শনাক্তের দিক থেকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৫তম স্থানে রয়েছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় এই অবস্থান ২৯তম।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২টি ল্যাবে ১১ হাজার ৬৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন