খড়ের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় খামারিরা

গাইবান্ধার সাদুল্লাপুরে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ের দাম দিন দিন বেড়েই চলেছে। দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও সাধারণ মানুষ। উপজেলায় প্রতি মন ৬০০ শত টাকা দিয়ে বিক্রি হচ্ছে খড়। যে খড়ের দাম গত বছর ছিল ৩০০ শত টাকা ছিল।

।। সারাবেলা প্রতিনিধি, সাদুল্লাপুর ।।

গাইবান্ধার সাদুল্লাপুরে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ের দাম দিন দিন বেড়েই চলেছে। দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও সাধারণ মানুষ।  উপজেলায় প্রতি মন ৬০০ শত টাকা দিয়ে বিক্রি হচ্ছে খড়।  যে খড়ের দাম গত বছর ছিল ৩০০ শত  টাকা ছিল।

জানা গেছে, গত কয়েক বছর ধরে গরুর খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ভাতগ্রাম, ফরিদপুর,জামালপুর, খোর্দ্দকোমরপুর ,বনগ্রাম,ইদিলপুরসহ  বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় গরুর খামার।  বিশেষ করে বেকার যুবকদের একটা অংশ খামার প্রকল্পের দিকে ঝুঁকছেন।  এসব খামারে গরু মোটাতাজাকরণ করে থাকে খামারিরা।

এছাড়া উপজেলায় ধান চাষ আগের তুলনায় কিছুটা কমেছে।  তাছাড়া বোরো ধান কাটা মাড়ার সময় বৈরী আবহাওয়া হওয়ায় খড়ের সংকট দেখা দিয়েছে।  মূলত খড় ক্রেতার সংখ্যা বেড়েছে, সে তুলনায় বাড়েনি খড়ের পরিমাণ।  আর এতে দাম বাড়ছে হু-হু করে।

    উপজেলার কিশামত দূর্গাপুর  গ্রামের লোকমান জানান, একটি গরুর সারা বছরের শুকনা খাবারের জন্য খড়ের বিকল্প নেই।  তিনবেলা নিয়ম করে গো-খাদ্য খাওয়ানোর পাশাপাশি খড় দিতে হয়।  ঘাসের তুলনায় খড়ের প্রয়োজনীয়তাই বেশি।  খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় আছি।

    নিজপাড়া গ্রামের কৃষক আমিনুর জানান, আমি বাড়িতে ৭টি গরু পালন করতাম, এখন ৫ টি গরু আছে।খড়ের দাম গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বেড়েছে।  খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা দুশ্চিন্তায় পড়েছেন।

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    সংবাদ সারাদিন