অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফা রিমাণ্ডের জন্য চার দিনের হেফাজতে নিয়েছে র্যাব।
গত ২৫ অগাস্ট আদালত তাদের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
কক্সবাজার জেলা কারাগার সুত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার বেলা সাড়ে ১১টায় তিন আসামিকে কারাগার থেকে নিয়ে যায়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ী তল্লাশীকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় ওই তিনজনকে সাক্ষী করা হয়। তারা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
পরবর্তীতে তদন্ত দল এ তিনজনকে গ্রেপ্তার করে সিনহার বোনের মামলায় আসামি দেখায়।
তদন্ত কর্মকর্তা খাইরুল বলেন, আসামিদের কারাগার থেকে নিয়ে আসার পর বেলা পৌনে ১২টায় নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের কক্সবাজার ব্যাটালিয়ান কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে ১২ অগাস্ট প্রথম দফায় আদালত এই আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদ শেষে ২০ অগাস্ট আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ২২ অগাস্ট তদন্ত কর্মকর্তা ফের তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করে।