|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনীতে হয়ে গেলো শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা। শুক্রবার ২৮শে আগস্ট দুপুরে জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এসময়ে রাজীব খগেশ দত্ত বলেন, আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারী শক্তির প্রতি সম্মান দেখাতে করোনা মহামারীর এই সময়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য দেশজুড়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনি দুটি আলাদা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সার্বিক নির্দেশনায় প্রতিযোগিতা শেষে সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত। সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শান্তি চৌধুরী, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাশ, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিপুল শর্মা, পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সদস্য ও মহিলা কাউন্সিলর মঞ্জু রানী দেবী, সোনাগাজী পূজা পরিষদের সভাপতি সমর দাস ও সদর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নুপুর বণিক, সহদেব চন্দ্র দাস, পৌর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক সুরঞ্জিত নাগ, সঞ্জয় সেন, ছাগলনাইয়া পৌর পূজা পরিষদের সভাপতি শংকর সাহাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শঙ্খধ্বনি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে প্রিয়তী রানী নাথ, দ্বিতীয় স্থানে সবিতা রানী সেন ও তৃতীয় স্থান অর্জন করেছে তরুনীমা ভৌমিক যুথী।
উলুধ্বনি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে পলি রানী নাথ, দ্বিতীয় স্থান অর্জন করেছে সূবর্ণা বণিক ও তৃতীয় স্থান অর্জন করেছে দেবী রাণী দাস। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।