|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||
সাভারের আশুলিয়ায় চাকুরির প্রলোভনে দেখিয়ে এক তরুণীকে পলাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ । শুক্রবার ২১ আগস্ট বিকেলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ওই ব্যক্তিদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ।
আটককৃতরা হলেন ,নাটোর জেলার সিংড়া থানার মোবারক হোসেনের ছেলে মমিন (২৫) এবং মানিকগঞ্জ জেলার রফিকুল ইসলাম । তারা উভয়েই সাভারের আশুলিয়ায় পলাশবাড়ি এলাকায় বসবাস করতেন ।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
- ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
- কাবুলে আইএসের বোমায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ৯০ জন
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভুক্তভোগী তরুণীকে কৌশলে চাকুরির প্রলোভনে মমিন তার ভাড়া বাসায় ডেকে নেন । এর আগেই ওই কক্ষে ওৎপেতে থাকে মমিনের আরো দুই সঙ্গী রফিকুল ও আরো এক জন । পরে ওই তরুণী মমিনের ডাকে সাঁড়া দিয়ে তার কক্ষে প্রবেশ করলে মমিন ও তার সঙ্গীরা পলাক্রমে ধর্ষণ করেন ।এরপরে ওই তরুণীকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হত্যার হুমকি দিয়ে চলে ভুক্তভোগীকে বের করে দেয় ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে । ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।