আরো এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করলো বিএসএফ

রোববার রাত সাড়ে ৮ টার দিকে সুমন আলীকে গুলি করে হত্যা করে বিএসএফ। সুমন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। তার বয়স ২২ বছর।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে আরো এক বাংলাদেশীকে খুন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাত সাড়ে ৮ টার দিকে সুমন আলীকে গুলি করে হত্যা করে বিএসএফ। সুমন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। তার বয়স ২২ বছর।

মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন জানান, সুমনসহ আরো কয়েকজন শিংনগর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে নিহত হয় সুমন। পরে তার সহযোগিরা মরদেহ নিয়ে ফিরে আসে। শিংনগর সীমান্তের ঘটনস্থলের ওপারে বিএসএফের দৌলতপুর ও শোভাপুর ক্যাম্প। তবে কোন ক্যাম্পের সদস্যদের গুলিতে সুমন মারা গেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন