।। সারাবেলা প্রতিনিধি, জামালপুর ।।
জামালপুরের বকশীগঞ্জে ডোবার পানিতে ডুবে সোয়াত (৪) ও ইয়াসমিন (৮) নামে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। মৃত সেয়াত ও ইয়াসমিন উপজেলার নামাপাড়া গ্রামের ইসাহাক আলীর সন্তান।
বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে বকশীগঞ্জের পৌর এলাকার নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর বাবা ইসাহাক আলী জানান, দুপুরে দুই ভাইবোন বাড়ী থেকে বের হয়ে দোকানে আসে। পরে দোকানের পাশ্বেই ডোবারে পানিতে গোসল করতে নেমে নিখোজ হয় তারা। পরে স্থানীয়রা খোজাখোজির পর তাদের মৃতদেহ উদ্ধার করে।
এক সাথে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ হাজার ও পৌরসভার পক্ষ থেকে ৮ হাজার বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।