।। সারাবেলা প্রতিনিধি,সাভার ।।
সাভারে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর উদ্দিন ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
- দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
- নিজ ছাত্রকে বলাৎকারের পর গলা টিপে খুন করলো মাদ্রাসার ‘বড় হুজুর’
- মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
নিহত চিকিৎসকের নাম ডা.স্যামুয়েল ফলিয়া । তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন এবং চাঁদপুর জেলার মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর উদ্দিন জানান, বুধবার রাতে সাভার দক্ষিন দড়িয়ারপুরের বাসা থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে । প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে । তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।