|| সারাবেলা প্রতিনিধি, রামপাল(বাগেরহাট) ||
রামপালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগি সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ নেতাদের ঈদসহায়তা দিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতা ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। গেল বুধবার তিনি উপজেলার গৌরম্ভা, রাজনগর, বাইনতলা, হুড়কা ইউনিয়নের নেতাকর্মীদের ঈদসামগ্রি দেন।
এছাড়াও রাজনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১২জন ভিক্ষুককে ঈদসহায়তা দেন মেয়র। এরপর তিনি ছকুরহাট জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন৷
এসব আয়োজনে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও সাধন কুমার বিশ্বাস, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার, রাজনগর ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিখিল চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে ছিলেন।