শোকের মাস আগস্ট শুরু

শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানপন্থী এদেশীয় রাজনীতিকদের দোসর একদল সেনা কর্মকর্তা জাতির পিতাকে খুন করে।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানপন্থী এদেশীয় রাজনীতিকদের দোসর একদল সেনা কর্মকর্তা জাতির পিতাকে খুন করে।

শুধু স্বাধীনতার স্রষ্টাকেই নয়, খুন করে তার পরিবারের অধিকাংশ সদস্যকে। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

এ বছর শোকের মাসটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা দিয়ে শুরু হয়েছে। প্রতিবছর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো ১৫ই আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করে থাকে। তবে করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ বছর কর্মসূচির ধরন আলাদা হবে।

ঈদুল আজহার জন্যে এ মাসের উদ্বোধনী কর্মসূচিও পিছিয়ে দেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন