ভেড়ামারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া-দাশুরিয়া মহাসড়কে সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫জন আহত হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম তুহিন(৪৫)। তিনি কুষ্টিয়ার মীরপুর উপজেলার সাহেব নগর বহলবাড়িয়া গ্রামের মৃত আলী আনসার মাস্টারের পুত্র।

।। সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা ।।

কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া-দাশুরিয়া মহাসড়কে সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫জন আহত হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম তুহিন(৪৫)। তিনি কুষ্টিয়ার মীরপুর উপজেলার সাহেব নগর বহলবাড়িয়া গ্রামের মৃত আলী আনসার মাস্টারের পুত্র।

মঙ্গলবার ২৮শে জুলাই দুপুর ১ টার দিকে উপজেলার কুষ্টিয়া-দাশুরিয়া মহাসড়কের বারো মাইলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈশ্বরদীর রূপপুরগামী ৫জন যাত্রী বোঝায় সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা কোমলপানীয় বহনকারী বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান এবং ৫ জন যাত্রী আহত হন।

সিএনজিটি দুমরে মুচরে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

ভেড়ামারা থানা পুলিশ, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতরা হলেন, আশরাফুল ইসলাম(২৮), পিতা নাজিম উদ্দিন, কামাল হোসেন(৩০) পিতা মৃত কালু প্রামানিক,করিম দেওয়ান(৪০) পিতা নিয়াজ উদ্দিন, আবদুল আলীম কাজী(৪৫), পিতা আবদুল আজিজ, বাবু(৫০) পিতা – মোতাহার আলী। সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাঁড়া পাঁচ নেওয়া গ্রামে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ৫ জনের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন