দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ীতে তৃতীয় দফায় পানি বৃদ্ধি

।। সারাবেলা প্রতিনিধি, জামালপুর ।।

জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায় গত বুধবার হতে ফের বন্যার পানি বৃদ্ধি শুরু হয়েছে। এতে করে যাদের বাড়ীঘরের পানি সরে গিয়েছিলো তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার ২৫ জুলাই বেলা সারে ১১টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পয়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সবকটি বিভাগেই পানি ওঠায় , অস্থায়ী অফিস কার্যপরিচালনা চরম অসুবিধা দেখা দিয়েছে।

উপজেলায় প্রথম ও দ্বিতীয় দফায় বন্যায় ফসলাদি বাড়ীঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে রাস্তা ভেঙ্গে যাওয়ায় উত্তরাঞ্চলের সানন্দবাড়ী- তারাটিয়া ,কুড়িগ্রামের রাজীবপুর,রৌমারী দু!উপজেলা যোগাযোগ বিছিন্ন রয়েছে। ট্রেন ও দুরপালল্লার যোগাযোগ প্রায় ভেঙ্গে পড়েছে। সোম ও মঙ্গলবার বন্যার পানি কমতে শুরু করলে স্বস্তি ফিরে এসেছিলো বানভাসীদের মাঝে। মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা। অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সঙ্কট। বাড়ছে রোগ ব্যাধি। উপজেলার ৮টি ইউনিয়নে বুধবার থেকে ফের পানি বাড়তে থাকায় তৃতীয় দফায় বন্যা হওয়ার আশঙ্কায় বানভাসী মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, উত্তরাঞ্চলের আমাদের জেলা ম্যাজিস্ট্রট পরিদর্শনে থাকেন এবং যারা ত্রাণ পায়নি তারা সবাই ত্রাণ পাবে ।

এবিষয়ে জামালপুর জেলা প্রশাসক এনামুল হক বলেন, যারা ত্রাণ পায়নি তারা ত্রাণ পেয়ে যাবে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন